ছবির প্রযোজককে জুতা খুলে মারলেন অভিনেত্রী, আদালতে মামলা

অনুষ্ঠানে রুচির জুতা নিক্ষেপ (বাঁয়ে)
অনুষ্ঠানে রুচির জুতা নিক্ষেপ (বাঁয়ে)  © সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবে রাজস্থানি পোশাক ও মোদি নেকলেস পরে পশ্চিমা গণমাধ্যমেরও নজর কাড়েন ভারতীয় অভিনেত্রী রুচি গুজ্জার। তবে এবার তিনি শিরোনামে উঠে এসেছেন সম্পূর্ণ ভিন্ন কারণে, প্রযোজক-পরিচালক মান সিংকে প্রিমিয়ারের দিন হঠাৎ জুতা ও পানির বোতল ছুড়ে মারার অভিযোগে। ঘটনাটি ঘটে ‘সো লং ভ্যালি’ ছবির প্রিমিয়ারে।

ঘটনার জেরে রুচির বিরুদ্ধে আদালতে ১০ কোটি রুপির মানহানি মামলা করেছেন পরিচালক ও সহ-প্রযোজক মান সিং। তাঁর দাবি, প্রিমিয়ারের দিন ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড ঘটিয়ে ছবির সাফল্যে জল ঢালার চেষ্টা করেন রুচি। প্রযোজক-পরিচালকদের একটি যৌথ বিবৃতিতেও রুচির বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলা হয়েছে।

প্রযোজক করণ চৌহানকে রুচি গুজ্জার ৩০ রাখ রুপি ধার দিয়েছিলেন বলে জানা যায়। অভিযোগ, সেই টাকা ফেরত না পাওয়ার ক্ষোভেই তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এমনকি প্রযোজনায় কোনো চুক্তি না থাকা সত্ত্বেও রুচি আদালতে গিয়ে ছবির মুক্তি আটকানোর চেষ্টা করেন, যা আদালত খারিজ করে দেয়।

প্রিমিয়ারের দিন রুচি একটি দলের সঙ্গে হাজির হন, যাদের হাতে ছিল প্ল্যাকার্ড ও প্রতিবাদী স্লোগান। তাঁদের অভিযোগ, রুচিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাঁকে নিয়ে একটি টিভি শো তৈরি করা হবে সোনি টিভির জন্য। কিন্তু সেই শো তৈরি না করে টাকাটা ছবির প্রযোজনায় ব্যবহার করা হয়।

ঘটনার জেরে অ্যাম্বোলি থানায় রুচির পক্ষ থেকেও এফআইআর দায়ের করা হয়েছে। অপরদিকে, মান সিং ও তাঁর দলও করণ চৌহানের নাম উল্লেখ করে রুচির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকেও এফআইআরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রযোজক মান সিং পুরো ঘটনাকে পাবলিসিটি স্টান্ট বলেও কটাক্ষ করেছেন।


সর্বশেষ সংবাদ