খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, ৩০ বছর বয়সে চলে গেলেন এই অভিনেত্রী

১০ জুন ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৯ AM
অভিনেত্রী তানিন রহমান সুবহা

অভিনেত্রী তানিন রহমান সুবহা © ফাইল ছবি

অবশেষে অভিনেত্রী তানিন রহমান সুবহার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। আজ মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন এই অভিনেত্রী। গত ৩ জুন মধ্যরাতে ধানমন্ডির ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

অভিনেত্রী তানিন রহমান সুবহার মৃত্যুর খবরে তার ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেত্রী তানিন রহমান সুবহার সহশিল্পী চিত্রনায়িকা শিরিন শিলা তার মৃত্যুর খবর জানিয়ে লেখেন, তানিন সুবাহ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত ৭টা ৫৭ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলো।

এর আগে গত রবিবার (৮ জুন) তানিন সুবাহকে ক্লিনিক্যালি ডেথ অর্থাৎ অঘোষিত মৃত হিসেবে ঘোষণা করে চিকিৎসকেরা। এছাড়াও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ক্রমশ খারাপ হচ্ছিল তানিন সুবাহর। পরে সিদ্ধান্ত নেওয়া হয় লাইফ সাপোর্ট খুলে ফেলার।

এর আগে গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন। তবে সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই ছিলেন লাইফ সাপোর্টে।

২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান-ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতায় নাম লেখান তানিন সুবহা। প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লেও বিজ্ঞাপনচিত্রে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। অভিনয় করেন নাটক-সিনেমায়। ‘মাটির পরী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। পরে আরও বেশ কিছু সিনেমায় নাম লেখান তিনি। শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কিছু সিনেমা।

 

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬