হাত-পা নেই, তারপরও সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে যাচ্ছেন এই শিক্ষক

২২ জুলাই ২০২০, ০৩:০৭ PM

© সংগৃহীত

পাকিস্তানের স্থানীয় একটি স্কুলে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের পাঠদান করছেন বোমা বিস্ফোরণে দুটি পা ও একটি হাত হারানো শিক্ষক গুলজার হুসেন। ছোট বয়সে হাত-পা হারালেও থেমে থাকেননি ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা গুলজার।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চশিক্ষা শেষ করে গুলজার প্রাথমিক শিক্ষকের প্রশংসাপত্র (পিটিসি) পেয়েছিলেন। এরপর থেকে প্রশিক্ষিত শিক্ষাবিদ হিসেবে প্রতিবন্ধী জীবনযাপন করা গুলজার পাকিস্তানের গ্রামাঞ্চলে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের সহায়তা করে যাচ্ছেন।

জানা গেছে, পাকিস্তানের ফেডারাল প্রশাসনিক উপজাতি অঞ্চল (ফাটা) উপ-কুরাম জেলার লাকমানখেলের বাসিন্দা হুসেইন (২৮) যখন শিশু ছিলেন তখন একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তার একটি হাত ও উভয় পা হারিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাঁর এমন কর্মপ্রচেষ্টার প্রশংসা করেছেন। আইমা খান নামে এক ব্যবহারকারী লিখেছেন, ১৯৯৯ সালে বোমা হামলায় গুলজার হুসেইন পা হারিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তার সাহস এবং চেষ্টা তার থেকে হারিয়ে যায়নি। তিনি পরচিনারের জেলার একটি সরকারী স্কুলে বাচ্চাদের পড়ান। গুলজার হুসেন সাহেব আমাদের সমাজের উজ্জ্বল চেহারা।

পাওয়ান মেঘওয়ার নামে আরেকজন ব্যবহারকারী তার প্রশংসা করে লিখেছেন, আসল নায়করা ক্যাপ পরেন না। আমাদের চারপাশে এমন অনেক অসম্পূর্ণ নায়ক আছেন যারা শ্রদ্ধেয় গুলজার হুসেনের মতো কিছু সাহসী উদ্যোগী হয়ে কাজ করে যাচ্ছেন।

বিএনপির ২১ নেতাকে সব পদ থেকে বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘নিরাপত্তা ইস্যুতে’ আগের ফেসবুক পেজ বন্ধ করল র‌্যাব, নতুন প…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সকালে ঘুম থেকে উঠেই পানি খাওয়ার অভ্যাস কতটা স্বাস্থ্যকর?
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইলন মাস্কের ‘গ্রকিপিডিয়া’র তথ্য দেখাচ্ছে চ্যাটজিপিটির উত্তরে
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোট নিয়ে সরকারি প্রচারণার পরেও মানুষ কতটা বুঝতে পারছে?
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণায় সব ব্যাংক শাখায় ব্যানার ট…
  • ২৭ জানুয়ারি ২০২৬