সততা-আদর্শের বাতিঘর শাহনাজের শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গল্প

শাহনাজ কবীর, দেশের সেরা শিক্ষক

শাহনাজ কবীর, দেশের সেরা শিক্ষক

দেশসেরা প্রধান শিক্ষকের তাজ মাথায় পরে আনন্দে উদ্বেলিত শাহনাজ কবীর। সততা ও আদর্শ, উদ্যমতা, মেধা, দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে তিনি তার স্বপ্ন ছুঁতে পেরেছেন। তিনি এখন শিক্ষক সমাজের গৌরব, এক অনন্য নারী। মেধাবী শাহনাজ কবীর অন্য কোনো পেশায় না গিয়ে বেছে নেন শিক্ষকতার মহান পেশাকে। শিক্ষার্থী আর শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে ওঠে যার ধ্যান-জ্ঞান। প্রধান শিক্ষক হয়ে ঐকান্তিক প্রচেষ্টায় নয়টি বছরে তিনি গড়ে তুলেছেন কিশোরগঞ্জের এসভি সরকারি উচ্চ বিদ্যালয়কে। শতভাগ পাস আর শীর্ষ জিপিএ-৫ অর্জন করে প্রাচীন এ মাধ্যমিক বিদ্যালয়টি।

সহকর্মীদের নিয়ে নিরবচ্ছিন্ন পরিশ্রমের পাশাপাশি তিনি স্বপ্ন দেখছিলেন শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার। অবশেষে স্বপ্ন ধরা দিল সত্যি হয়ে। গত ২৬ জুন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত শাহনাজ কবীরের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

এর আগে গত ২০ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কিশোরগঞ্জ শহরের এতিহ্যবাহী এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীরকে মাধ্যমিক বিদ্যালয়ের সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ শাহনাজ কবীর প্রথমে কিশোরগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ও পরে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। পরবর্তীতে ময়মনসিংহ অঞ্চলের সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে তিনি জাতীয় পর্যায়ে নাম লেখান।

শাহনাজ কবীর ২০০৬ সালের ৬ মার্চ কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে ২০১০ সালে তিনি প্রধান শিক্ষক হন। এ সময়ে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি জেলার শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়। তার একান্ত কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীল কর্মকান্ড এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে এই ঈর্ষণীয় সাফল্য ও খ্যাতির শিখরে নিয়ে গেছে। শিক্ষার্থী, অভিভাবক এমনকি শহরের সব শ্রেণি-পেশার মানুষের মনে প্রিয় ও সম্মানীয় হিসেবে জায়গা করে নিয়েছেন।

তার সঠিক নেতৃত্বে এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় বর্তমানে জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০১০ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর ২০১২ ও ২০১৩ সালে টানা দু'বার এসএসসি পরীক্ষায় ফলাফলে এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।

এরপর ২০১৫ সাল থেকে শতভাগ পাস ও সর্বাধিক জিপিএ-৫ এর কৃতিত্ব দেখিয়ে কিশোরগঞ্জ জেলায় ধারাবাহিকভাবে প্রথম স্থান দখল করে এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলেও এই ধারা অব্যাহত ছিল। এসভি সরকারি বালিকা বিদ্যালয়ের মোট ২৩৯জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৬ জন জিপিএ-৫ সহ শতভাগ পরীক্ষার্থী পাস করে। কৃতী এই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০-৯১ সেশনে বাংলা বিভাগে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হন। বিএড, এমএ, এমএড উত্তীর্ণ হয়ে ১৯৯৭ সালে প্রথম সহকারী শিক্ষক হিসেবে নোয়াখালী জেলা স্কুলে যোগদান করেন।

১৯৭০ সালের ১৮ মার্চ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুমড়ি-দুর্গাপুর গ্রামে শাহনাজ কবীর জন্মগ্রহণ করেন। বাবা শামছুল কবীর ছিলেন সহকারী পুলিশ সুপার। মা সুফিয়া কবীর। দুই ভাই ও দুই বোনের মধ্যে শাহনাজ কবীর সবার বড়। ছোট ভাই শফিকুল কবীর কিশোরগঞ্জের পাকুন্দিয়া মঠখোলা কলেজের প্রভাষক। আরেক ভাই ওয়াহিদুল কবীর অস্ট্রেলিয়ার মেলবোর্নে কম্পিউটার সায়েন্সে পড়ছেন। ছোট বোন সাবিহা কবীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক।

ব্যক্তিগত জীবনে শাহনাজ কবীর দুই কন্যা সন্তানের গর্বিত জননী। তার বড় মেয়ে তাসনিম ইসলাম স্বর্ণা এবার জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ছোট মেয়ে তাহসিন ইসলাম রাফা সপ্তম শ্রেণির ছাত্রী। স্বামী ড. মো. রফিকুল ইসলাম সরকারের একজন উপসচিব। ক্যান্সারজয়ী শাহনাজ কবীর কিশোরগঞ্জের নারী শিক্ষা প্রসারে এক অনন্য আলোকবর্তিকা। তার সততা ও আদর্শ সর্বজনবিদিত। দেশসেরা প্রতিষ্ঠান প্রধানের স্বীকৃতি তাঁর সেই মহৎ কর্মেরই অনুপম মূল্যায়ন।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬