এবার মাহফুজের পাশে কোটা আন্দোলনকারীরা

মৌলভীবাজার জেলার মেধাবী ছাত্র মাহফুজ রহমান মাহি। এবারের এসএসসিতে জিপিএ-A+ পেয়ে উত্তীর্ণ হন। কিন্তু তার পরিবার কলেজে ভর্তির টাকা জোগাড় করতে পারছিলো না। তা নিয়ে দেখা দেয় কলেজে ভর্তির অনিশ্চয়তা। তার এ দুঃসময়ে এবারও পাশে এসে দাঁড়ায় কোটা সংস্কারের প্ল্যাটফর্ম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মীরা।

মাহফুজের কলেজে ভর্তির অনিশ্চিয়তার খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সদস্যরা। তার ভর্তি ফি কালেকশনে নেমে পড়েনে তারা। অবশেষে যোগাড় করে ফেললেন চার হাজার টাকা। আজ বুধবার মাহফুজের হাতে তুলে দেন কলেজে ভর্তির ফি। তখন মাহফুজ ও পরিবারের সদস্যদের উৎফুল্ল দেখাচ্ছিল।

এইদিকে মাহফুজকে সাহায্যের আবেদন জানিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন। তার আবেদনে সাড়া দিয়ে মাহফুজকে বই কেনার জন্য অর্থ সহায়তা দিতে এগিয়ে আসেন ময়মনসিংহের শাহিদুল ইসলাম নামের একজন।

এ বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, মেধাবী ছাত্র মাহফুজের ভর্তির অনিশ্চিয়তার খবর পেয়ে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সদস্যরা চাঁদা কালেকশনে নেমে পড়েন। তারা অনেক কষ্ট করে টাকাুগুলো জোগাড় করতে সক্ষম হন। আমাদের কর্মীরা মানবতার জন্য কাজ করে যাচ্ছেন। তারা আবারও দেখিয়ে দিলো আমরা সাধারণ শিক্ষার্থীদের সময়-অসময়ে সর্বদা তাদের সঙ্গে রয়েছি।

তিনি আরও বলেন, মাহফুজের নতুন বই কেনার জন্য ময়মনসিংহের শাহিদুল ইসলাম নামে আমাদের এক ভাই এগিয়ে এসেছেন। তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই।

এর আগে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল নাটোরের সামিউলের। পরে এ খবর জানতে পেরে তাকে কলেজে ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খাঁন। এমনকি কলেজে ভর্তির পর টিউশনি পড়ার ব্যবস্থাও করে দেবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া ভবিষ্যতে সামিউলের যে সাহায্য লাগবে তাও করবেন বলে জানিয়েছেন তিনি।

পড়ুন: কোটা নেতা রাশেদের সহযোগিতায় কলেজে ভর্তি হচ্ছে সামিউল


সর্বশেষ সংবাদ