পথ-শিশুদের মাঝে ফুলকুঁড়ি আসরের ঈদ সামগ্রী বিতরণ

২৯ মে ২০১৯, ০৮:৩৯ PM
পদ শিশুদের মাঝে ফুলকুঁড়ি আসরের ঈদ সামগ্রী বিতরণ

পদ শিশুদের মাঝে ফুলকুঁড়ি আসরের ঈদ সামগ্রী বিতরণ

সুবিধা বঞ্চিত প্রতিটি মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ফুলকুঁড়ি আসর নোয়াখালীর চৌমুহনী শাখার উদ্যোগে গরীব ও দুঃস্থ শিশুদের মাঝে প্রতি বছরের ন্যায় এবারেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১.০০ টায় ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চৌমুহনী শাখা পরিচালক আরিফ মাহমুদের ব্যবস্থাপনায় ঈদ সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আসরের সিএসডি সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরারুল হক, বিশেষ মেহমান হিসেবে ছিলেন নোয়াখালী শহর পরিচালক মাজহারুল ইসলাম, সেচ্ছাসেবী স্বপ্নপুরী আনন্দ ইশকুলের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী সুমাইয়া চৌধুরী ও শাখা সহকারী পরিচালক রেদোয়ান জাবের প্রমুখ।

ঢাবি শিক্ষার্থী আবরারুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, রমজানের দাবি হলো কুরআনের আলোকে একটি তাকওয়া ভিত্তিক ইসলামী সমাজ কায়েম করা। এ ধরনের সমাজেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং মানবজীবনে সুখ ও শান্তি নিয়ে আসে। এজন্যই বিপন্ন মানবতার মুক্তির লক্ষ্যে ইসলাম একটি পূর্ণাঙ্গ ও সার্বজনীন জীবন ব্যবস্থা হিসেবে প্রমাণিত। দেশের মানুষের শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে আল্লাহর আইন প্রতিষ্ঠা তথা ইসলামী আদর্শ গঠনের বিকল্প নেই।

তিনি বলেন, সারাবিশ্বের মুসলমানরা রমজান মাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এখন ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু হত-দরিদ্র, দুঃস্থ-অসহায়দের জীবনে ঈদ খুব সামান্যই খুশির বার্তা নিয়ে আসে। রাসূল (সা.) এর আদর্শ বাস্তবায়িত হলে মানুষ সত্যিকারভাবে ঈদের আনন্দ উপভোগ করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, দরিদ্র সুবিধা বঞ্চিত শিশুরা লেখাপড়া করছে। এসব শিশুদের প্রতি সমাজের উচ্চবিত্তদের দৃষ্টি দিতে হবে। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তারা আমাদের সমাজের অংশ। তরুণ প্রজন্মকে মাদক মুক্ত রাখতে হলে তাদের জন্য লেখাপড়া এবং খেলাধুলার সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। এটি আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব, অন্যথায় তারা হতাশ হয়ে মাদক আসক্ত হয়ে পড়বে। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এইসব শিশুর জীবন নষ্ট হয়ে যেতে পারে।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬