© টিডিসি ফটো
২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে উঠা ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদে’র বরিশাল বিভাগের মিলন মেলা, পরিচিতি পর্ব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ই রমজান বরিশাল শহরের হট প্লেট রেস্টুরেন্টের ২য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন, ডাকসু ভিপি ও সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
নুরুল হক নুর বলেন, আমাদের এই সংগঠনের মূলনীতি হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। বাংলাদেশের অন্যন্য যে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেনা সেক্ষেত্রে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ ছাত্রসহ বাংলাদেশের সমসাময়িক যে কোন বিষয় নিয়ে সোচ্চার থাকে।
তিনি আরও বলেন, এই সংগঠন ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে। এই সংগঠন এমন একটি রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা গড়তে চায় যে সমাজ হবে দুর্নীতিমুক্ত।
হাসান আল মামুন বলেন, বাংলাদেশের প্রচলিত ধারার যে ছাত্র আন্দোলন তার থেকে ব্যতিক্রমী ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আত্মপ্রকাশ। যারা মানুষের অধিকার নিয়ে কথা বলবে, কৃষকের অধিকার নিয়ে কথা বলবে,মানুষের ন্যায্য অধিকার আদায়ে কথা বলবে। তিনি এই প্লাটফর্মে মানুষদেরকে আসার আহবান জানান।