সংগঠনের নাম পরিবর্তন করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ০২:২০ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০২:৫২ PM
সংগঠনের নাম পরিবর্তন করে আরও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ছোট আকারে কয়েকটি নাম নিয়ে কাজ করলেও এরমধ্যে একটি চূড়ান্ত করা হতে পারে বলে তারা জানিয়েছেন। এছাড়া সারাদেশে কমিটিগুলো আবারও সক্রিয় করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন সংগঠনের নেতারা।
বিষয়টি নিশ্চিত করে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ- নামটি আরও সংক্ষিপ্ত কিংবা পরিবর্তন করার পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে ‘ছাত্র অধিকার পরিষদ’ কিংবা ‘ছাত্র পরিষদ’ নামও হতে পারে। আবার অন্যকোন নামও আসতে পারে।’
সারাদেশে কমিটি করার ব্যাপারে তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের সময় সারাদেশে কমিটি ছিল। এখন সেগুলো ঢেলে সাজানো হচ্ছে। কমিটিগুলোর কর্মকাণ্ডও বৃদ্ধি করা হবে।’
তিনি বলেন, ‘এরমাধ্যমে শিক্ষার্থী নির্যাতন-নিপীড়ন বন্ধ, অধিকার আদায়, সামাজিক, সাংস্কৃতিক যেসব কর্মকাণ্ড ছিল সেগুলো আরও বেগবান করা হবে। এছাড়া রক্ত সংগ্রহ, অসহায় মানুষদেরকে সেবা করার মত কাজগুলোও আরও এগিয়ে নেওয়া হবে।’
এ ব্যাপারে কোট সংস্কার আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, ‘আমাদের সংগঠন এতদিন আন্দোলনকেন্দ্রীক ছিল। এখন পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতি কিংবা রাজনৈতিক দলের আওতার বাইরে এ সংগঠন শিক্ষার্থী, সমাজ-রাষ্ট্রের কল্যাণে, আর্থ-সামাজিক, সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করবে।’
তিনি বলেন, ‘আন্দোলনের সময় সারাদেশেই আমাদের কমিটি ছিল। অনেক স্থানে সেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে। এখন আবার সেগুলো সক্রিয় করা হচ্ছে। নতুন কমিটি দেওয়া হচ্ছে।’
সংগঠনের নামের ব্যাপারে তিনি বলেন, ‘নতুন নাম এখনো ঠিক করা হয়নি। তবে আলোচনা চলছে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’