আলোচকবৃন্দ © সংগৃহীত
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় পর্ব ‘তারুণ্যে জয়োৎসব’ শীর্ষক এক আলোচনার আয়োজন করা হয়েছে। ২৪ এপ্রিল সকাল ৮টায় খামারবাড়ির কেআইবি’তে এই আলোচনা অনুষ্ঠান শুরু হবে।
‘পথ ঘোরাও নিজের পথে’ প্রতিপাদ্যকে মূল ভাবনায় রেখে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে ক্রাউন সিমেন্ট ও প্রথম আলো।
এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রুবানা হক, মমিনুল ইসলাম, গাউসুল আলম শাওন, মাহমুদ হোসেন, মোস্তাফিজ উদ্দিন, হুসেইন এম ইলিয়াস, মাহমুদুল হাসান সোহাগ, মালিহা কাদের, আয়মান সাদিক, স্বপ্না ভৌমিক, ফাহিম মাশরুর, আরিফ আর হোসেন, মঞ্জুর চৌধুরী, এম জুলফিকার হোসেন, আফরিন হুদা, জাবেদ পারভেজ, গোলাম সামদানী ডন, রেদওয়ান রনি, প্রীত রেজা, মেহেদী হক, নুহাশ হুমায়ুন, কাওসার আহমেদ, পূজা সেনগুপ্ত, সাইদুর মামুন খান, এনায়েত হোসেন রাজিব, তামান্না ইসলাম ঊর্মী ও ওসামা বিন নূর।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পাড়ি দিয়েছেন এমন সবাই অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণ করতে চাইলে ব্যানারে দেয়া বার কোডটি স্ক্যান করে রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীকে।