‘মুক্তিযুদ্ধ দেখি নাই, আবু সাঈদ ভাইকে শহীদ হতে দেখলাম’

১৭ জুলাই ২০২৪, ০৭:২১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
তাসরিফ খান ও তৌহিদ আফ্রিদি

তাসরিফ খান ও তৌহিদ আফ্রিদি

পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তরুণ গায়ক তাসরিফ খান।

তাসরিফ খান তার ফেসবুকে লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ দেখি নাই, আবু সাঈদ ভাইকে শহীদ হতে দেখলাম। কয়টা দিন ধরে শুধু কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না। মানুষের নির্মমতা দেখে কেমন জানি পাথর হয়ে যাচ্ছি।’ আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানো নিয়ে তিনি বলেন, ‘আমার সাম্যর্থ অনুযায়ী আবু সাঈদ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াতে চাই। উনার পরিবারের কিছু ফেইক নাম্বার সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। অথেন্টিক নাম্বার কেউ একটু সম্ভব হলে জোগাড় করে দেন প্লিজ।’

পরে অবশ্য পোস্ট এডিট করে লিখেন, সাঈদ ভাইয়ের পরিবারের নাম্বার পেয়েছি। যতদ্রুত সম্ভব আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এদিকে বুধবার (১৭ জুলাই) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে তৌহিদ আফ্রিদি লিখেন, আমি দুঃখিত যে আমি দেরি করে ফেলেছি এই বিষয়ে কথা বলতে। আমাকে আপনারা অনুগ্রহ করে আবু সাঈদ ভাই-এর পরিবার এর সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিন। আমি এককভাবে তার পরিবার এর পাশে দাঁড়াতে চাই। আমি আসছি আপনাদের সাথে যোগ দিতে। আপনাদের সাথে এক হয়ে মাঠে নামব। আর নয় রক্তক্ষরণ। শান্তি চাই, শান্তি চাই।

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৬ জান…
  • ০২ জানুয়ারি ২০২৬
মুফতি আমির হামজার পেশা ‘ব্যবসা ও কৃষি’, বার্ষিক আয় ৯ লাখ ট…
  • ০২ জানুয়ারি ২০২৬
রাজপথ দখল না করা পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার হবে না: ঢ…
  • ০২ জানুয়ারি ২০২৬
সিলেট টাইটান্সের ম্যাচসহ সব কার্যক্রম বয়কটের সিদ্ধান্ত
  • ০২ জানুয়ারি ২০২৬
গুলশান সেন্ট্রাল মসজিদে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া
  • ০২ জানুয়ারি ২০২৬
রেকর্ড গড়ে ঢাকাকে হারাল চট্টগ্রাম
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!