যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স © সংগৃহীত
দুঃসাহসিক তো বটেই একেবারে নিখুঁত পরিকল্পনা। হিসেব কষা প্রতিটি সেকেন্ডে মাপা পদক্ষেপ। সবশেষে নিরাপত্তার যাবতীয় বেষ্টনী ভেঙে মার্কিন সেনার হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। চওড়া হাসিতে ট্রাম্পের ঘোষণা, ‘অপারেশন সাকসেসফুল’।
শুনতে সহজ লাগলেও, সর্বোচ্চ নিরাপত্তায় থাকা কোনও দেশের প্রেসিডেন্টকে গ্রেপ্তার একেবারেই সামান্য বিষয় নয়। দুঃসাধ্য সেই কাজ চোখের পলকে করে ফেলতে সক্ষম আমেরিকার ভয়ংকর বাহিনী ‘ডেল্টা ফোর্স’। ভেনেজুয়েলা অভিযানের দায়িত্ব ছিল তাঁদের কাঁধেই। জেনে নেওয়া যাক, ট্রাম্পের ভরসার এই বাহিনীর বিশেষত্ব।
শনিবার (৩ জানুয়ারি) ভোর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বোমা হামলা মাদুরোকে অপহরণ করে আমেরিকা নিয়ে আসে মার্কিন সেনা। এই গোটা অভিযানের ছক সাজিয়েছিল আমেরিকার ‘ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট-ডেল্টা’। যা ডেল্টা নামেই বেশি পরিচিত।
মার্কিন সেনার ‘স্তম্ভ’ হিসেবে দেখা হয় এই বিশেষ বাহিনীকে। সন্ত্রাস দমন, অপহৃত কাউকে উদ্ধার, ভিনদেশে গোপন অভিযান চালাতে বিশেষভাবে দক্ষ এই ইউনিট।
আরও পড়ুন: ব্রুকলিনের বন্দিশিবিরে নেওয়া হচ্ছে মাদুরোকে, খোঁজ নেই স্ত্রীর
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়ে এই বিশেষ বাহিনী। তারপর থেকে গত ৫০ বছরে বিশ্বজুড়ে বহু সফল অভিযান চালিয়েছে তারা। ইরান-ইরাক যুদ্ধের সময়ে ‘অপারেশন প্রাইম চান্স’, ইরাক থেকে বন্দি উদ্ধার, আইএস জঙ্গি আবু বকর আল-বাগদাদির বিরুদ্ধে অভিযান, সোমালিয়ার অপারেশন গথিক সার্পেন্টের মতো অভিযানে এই বাহিনী যুক্ত ছিল বলে জানা যায়। এমনকি মার্কিন নৌ সেনার সিল বাহিনী লাদেনকে নিকেশ করলেও লাদেনকে খোঁজার দায়িত্ব ছিল এদের উপরেই। যদিও অত্যন্ত গোপনে কাজ করে এই সামরিক বাহিনী।
এদের সম্পর্কে বিশেষ তথ্যও খুব একটা বাইরে আসে না। এই বিশেষ ইউনিট মার্কিন গোয়েন্ডা সংস্থা সিআইএ-র সঙ্গে মিলে কাজ করে। আমেরিকার এই ডেল্টা বাহিনীতে মূলত চারটি স্কোয়াড্রন রয়েছে। প্রতিটি স্কোয়াড্রনে আবার তিনটি করে ভাগ রয়েছে। এই তিনটি দলের মধ্যে একটি দল স্নাইপার এবং তথ্য সরবরাহের দায়িত্ব পালন করে। বাকি দু’টি দল সরাসরি অভিযানে চালায়।
জানা যায়, এই বাহিনী পরিচালিত হয় আমেরিকার নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে। ব্রিটিশ সেনার ‘২২তম স্পেশ্যাল এয়ার সার্ভিস রেজিমেন্ট’-এর সঙ্গে এদের কাজের অনেক মিল রয়েছে। শোনা যায়, মার্কিন সেনার প্রাক্তন কর্নেল চার্লস বেকউইথ এই ব্রিটিশ বাহিনীর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেন মার্কিন ডেল্টা বাহিনী। ডেল্টা ইউনিট মার্কিন সেনার স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে কাজ করে। এবং এই বাহিনী জবাদিহি করে পেন্টাগনের জয়েন্ট স্পেশ্যাল অপারেশস কমান্ডকে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন, ভারত।