অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সি শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সি শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে আইন কার্যকর করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দেশটির স্থানীয় সময় অনুযায়ী দিনের প্রথম প্রহরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সিদের লাখো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। 

২০২৪ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এ আইন প্রণয়নের ঘোষণা দেন। পরবর্তীতে দেশটির পার্লামেন্টে এ আইন পাস হয়। এ আইন অনুসারে, দেশটির ১৬ বছরের কম বয়সি শিশু-কিশোরেরা এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউবের মতো ১০টি জনপ্রিয় প্ল্যাটফর্মে নিজেরা অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না। শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তির হাত থেকে রক্ষা করতে নতুন এ আইন কার্যকর করেছে অস্ট্রেলিয়া সরকার।

আইন করে ছোটদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ করার এমন পদক্ষেপ বিশ্বে প্রথম। এই আইন মানার দায়িত্ব প্লাটফর্মের এবং এই আইন ভাঙলে সর্বোচ্চ ৪ কোটি ৪৯ লাখ অস্ট্রেলিয়ান ডলার (৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে। বিশ্বের বিভিন্ন তথ্যপ্রযুক্তি কোম্পানি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়ের সরকারের নতুন আইনকে ‘ব্ল্যাংকেট সেন্সরশিপ’ বলে সমালোচনা করছে। 

আরও পড়ুন : ২০২৫ সালে ৮৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, শিক্ষার্থীদের কত

আইনটির সমর্থকেরা বলছেন, এটি শিশুদের আসক্তিকর অ্যালগরিদমের (যা সহিংসতা, পর্নোগ্রাফি ও ভুল তথ্যের মতো ক্ষতিকর কনটেন্ট তাদের সামনে এনে দেয়) হাত থেকে বাঁচতে সাহায্য করবে। 

এছাড়াও এটি সাইবার হেনস্তা (বুলিং) এবং অনলাইনে শিশুদের যৌন ও অন্যান্য শোষণ কমাবে, তাদের বাইরে খেলতে বাধ্য করবে, ঘুম ভালো হবে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো হবে। 

কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ডিজিটাল মিডিয়া রিসার্চ সেন্টারের পরিচালক ড্যানিয়েল অ্যাঙ্গাস বলেছেন, ‘এই সিদ্ধান্ত তরুণদের ডিজিটাল জগতে অর্থবহ ও স্বাস্থ্যকর অংশগ্রহণ থেকে বঞ্চিত করতে পারে এবং তাদের নিম্নমানের অনলাইন স্পেসে ঠেলে দিতে পারে।’ ২০২৩ সালের সিডনি ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, ১২ থেকে ১৭ বছর বয়সী অস্ট্রেলিয়ানদের তিন-চতুর্থাংশই ইউটিউব বা ইনস্টাগ্রাম ব্যবহার করে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence