ফের বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

০৫ মে ২০২৫, ১২:২১ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৫৯ PM
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড © সংগৃহীত

একাধিক বিস্ফোরণ ও দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ইরানের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক তখনই ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে দেশের পবিত্র নগরী মাশহাদ।

রবিবার (৪ মে) স্থানীয় সময় সন্ধ্যায় শহরের একটি মোটরসাইকেল কারখানার পাশে অবস্থিত প্রায় ৪ হাজার বর্গমিটার আয়তনের একটি টায়ার ও কার্ডবোর্ড গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলছে গোটা গুদাম, আকাশে উঠছে ঘন কালো ধোঁয়া। বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাশহাদ ফায়ার সার্ভিসের প্রধান জানান, একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে গুদামের পুরো অংশ ইতোমধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে দাহ্য পদার্থ, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটিকেই সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে গুদামের সম্পূর্ণ ক্ষয়ক্ষতির কারণে ব্যাপক আর্থিক লোকসানের আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলছে। 

ট্যাগ: ইরান
বিপিএলে রান কম হওয়ায় যে যুক্তি বিসিবির
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিল্পকলা একাডেমিতে ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে কী করবেন ক্রিকেটাররা?
  • ২৫ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতন নিয়ে মাউশির জর…
  • ২৫ জানুয়ারি ২০২৬
দেশের উচ্চশিক্ষা পদ্ধতির ভবিষ্যৎ নিয়ে জরিপ করছে জাতীয় বিশ্ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬