এবার পাকিস্তানের সব বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ

করাচি নৌবন্দর
করাচি নৌবন্দর  © সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তান এবার ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোর জন্য তাদের সব বন্দর নিষিদ্ধ ঘোষণা করেছে। গতকাল শনিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের বন্দর ও শিপিং শাখা এ আদেশ জারি করে।

আজ রবিবার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারতের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হওয়ায় পাকিস্তান শনিবার ভারতের পতাকাবাহী জাহাজের জন্য নিজ দেশের বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। 

গত ২২ এপ্রিলের হামলায় পেহেলগামে ২৬ জন নিহত হন, যাদের বেশির ভাগই পর্যটক। এটি ২০০০ সালের পর কাশ্মীরে অন্যতম ভয়াবহ হামলা। ভারত এ হামলার পেছনে পাকিস্তানি সংযোগের ইঙ্গিত দিলেও কোনো প্রমাণ দিতে পারেনি। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

ওই হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ভারতের সঙ্গে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে পাকিস্তান। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী দেশটির সেনাবাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দিয়েছেন।

এর আগে পাকিস্তান ৩০ এপ্রিলের প্রথম প্রহরে জানায়, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত হামলার পরিকল্পনা করছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। ফলে দুই দেশের কূটনৈতিক চ্যানেলগুলো সংঘাত এড়াতে ব্যস্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: হার্ভার্ড-এমআইটিকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে প্রথম বুয়েট

এমন অবস্থায় শনিবার সকালে ভারত জানায়, পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে ভারতের কোনো বন্দরে ঢুকতে দেওয়া হবে না, একইভাবে ভারতের পতাকাবাহী জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এক বিবৃতিতে জানায়, ভারতীয় সম্পদ, পণ্য ও সম্পর্কিত অবকাঠামোর নিরাপত্তার জন্য, জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হলো।

এর কিছুক্ষণ পর পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পোর্টস অ্যান্ড শিপিং শাখা থেকে এক নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক সমুদ্র পরিস্থিতি বিবেচনায়, পাকিস্তানের সমুদ্রসীমা, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় অবিলম্বে ভারতীয় পতাকাবাহী জাহাজের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পাকিস্তানি পতাকাবাহী জাহাজও ভারতের কোনো বন্দরে যাবে না। বিশেষ ক্ষেত্রে অনুমতির বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে।

এদিকে পেহেলগামের ভয়াবহ ওই হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান।

আরও পড়ুন: দক্ষতা উন্নয়নে চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে এনএসডিএ

এ পরিস্থিতির মধ্যে পাকিস্তান শনিবার ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে ‘খোলামেলা উসকানি’ বলে মন্তব্য করেছেন। ৪৫০ কিমি রেঞ্জের এ ক্ষেপণাস্ত্র পাকিস্তান সিন্ধু মহড়ার অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence