উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

  © সংগৃহীত

কাশ্মীরের পহেলগামে হামলার জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার কমতি নেই। দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ নিষেধাজ্ঞাসহ বাগযুদ্ধও চলছে সমানতালে। পরমাণু শক্তিধর দুই দেশই যুদ্ধের হুমকিও দিয়ে রেখেছে। এরই মধ্যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘আবদালি’ সফলভাবে উৎক্ষেপণের দাবি করেছে পাকিস্তান।

শনিবার (৩ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত এবং পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম।

প্রতিবেদনে বলা হয়, আবদালি উইপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্র ‘ইন্ডাস’ সামরিক মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়

পাকিস্তান সেনাবাহিনী বলছে, ‘এই পেউৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা, ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম এবং উন্নত ম্যানুভারেবিলিটি বৈশিষ্ট্যসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরামিতি যাচাই করা।’

জিও নিউজ প্রতিবেদনে বলছে, পাকিস্তনের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে দেশের কৌশলগত প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করার প্রতি তাদের নিষ্ঠার প্রশংসা করেছেন।
 
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে থেকে প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence