এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

ওয়াঘা-আটারি সীমান্ত
ওয়াঘা-আটারি সীমান্ত  © সংগৃহীত

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উত্তেজনার মধ্যে পাকিস্তান থেকে সব ধরনের পণ্যের আমদানি নিষিদ্ধ করল ভারত। আজ শনিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে নেওয়া হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব পণ্য—চিকিৎসা সামগ্রী, ফলমূল বা তেলবীজ যতই অনুমোদিত হোক না কেন, এখন থেকে আমদানি নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞার আগেই ওয়াঘা-আটারি সীমান্ত বাণিজ্য পথ বন্ধ করা হয়েছিল।

পেহেলগামে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র পাওয়া গেছে বলে দাবি করেছে ভারত।

ভারত এরই মধ্যে সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে, পাকিস্তানি নাগরিকদের সব ভিসা বাতিল করেছে এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে।

আরও পড়ুন: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের করমুক্ত মর্যাদা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

এ ছাড়া উভয় দেশই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের গোলাগুলির খবরও প্রকাশ পেয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালায় পাকিস্তান সেনাবাহিনী। তার পরদিনই পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত।

এদিকে পাকিস্তান সরকার বলেছে, ভারত আগামী কয়েক দিনের মধ্যে সামরিক হামলা চালাতে পারে বলে ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য’ রয়েছে তাদের কাছে।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ও বুধবার তার নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে টানা বৈঠক করেছেন। ওই বৈঠকে তিনি সেনাবাহিনীকে প্রয়োজনে হামলা চালাতে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence