ভারতে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক
আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক  © সংগৃহীত

ভারতের গোয়ায় একটি মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আজ শনিবার সকালে হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে পৌঁছান। পদদলিত হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার রাতে শ্রী দেবী লইরাই সংস্থান মন্দিরে হাজার হাজার তীর্থযাত্রী উপস্থিত হন। আগুনে খালি পায়ে হাঁটার দৃশ্য দেখতেও হাজির হন অনেকে। এ সময় হঠাৎ পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ঢালু জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান কয়েকজন। এরপরই হুড়োহুড়ি শুরু হয়। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা অনেককে নিরাপদে বের করে আনেন মন্দির থেকে।

আরও পড়ুন: ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

গোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব শ্রী লইরাই যাত্রা। প্রতিবছর শিরগাওয়ে দেবী লইরাইয়ের মন্দিরে ভিড় করেন অনেক মানুষ। এপ্রিল থেকে মে মাস ধরে চলে এ তীর্থযাত্রা। তীর্থযাত্রীদের মধ্যে খালি পায়ে আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার প্রথাও রয়েছে। হাজার হাজার মানুষ ওই প্রথা পালন করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence