আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ফ্রি ওয়াই-ফাই সুবিধা

১৭ এপ্রিল ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১১ PM
আমেরিকান এয়ারলাইনস

আমেরিকান এয়ারলাইনস © সংগৃহীত

বিনামূল্যে ফ্লাইটে ওয়াই-ফাই সেবা চালু করতে যাচ্ছে আমেরিকান এয়ারলাইনস। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি থেকে এই সেবা চালু হবে। মার্কিন বেশির ভাগ এয়ারলাইনস এরই মধ্যে লয়্যালটি প্রোগ্রামের সদস্য বা বিশেষায়িত গ্রাহকের জন্য ইন-ফ্লাইট ইন্টারনেট সেবা ফ্রি করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় এই সেবা চালু করা হচ্ছে। খবর সিএনবিসির।

আমেরিকান এয়ারলাইনস এক ঘোষণায় জানিয়েছে, তাদের বিনামূল্যের ওয়াই-ফাই সেবাটি স্পন্সর করবে মার্কিন টেলিকম প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি। এই সেবাটি শুধুমাত্র আমেরিকান এয়ারলাইনসের অ্যাডভান্টেজ লয়্যালটি প্রোগ্রামের সদস্যদের জন্য প্রযোজ্য হবে। অন্যদিকে, জেটব্লু এয়ারওয়েজ দীর্ঘদিন ধরেই যাত্রীদের জন্য ফ্লাইটে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দিয়ে আসছে, আর ডেল্টা এয়ারলাইনস ২০২৩ সাল থেকে তাদের স্কাই মাইলস প্রোগ্রামের সদস্যদের জন্য একই ধরনের সেবা চালু করেছে।

বছরে ২০ লাখের বেশি ফ্লাইটে এই হাই-স্পিড ইন্টারনেট সেবা দেবে বলেও জানিয়েছে আমেরিকান এয়ারলাইনস। বর্তমানে আমেরিকান এয়ারলাইনসের বেশির ভাগ রুটেই ওয়াই-ফাই সেবা পাওয়া যায়, যার মূল্য শুরু হয় ৯ ডলার থেকে।

অবশ্য আমেরিকান এয়ারলাইনসের কিছু পুরোনো ওয়াইড-বডি বোয়িং উড়োজাহাজে এ সেবা পাওয়া যাবে না। সেখানে ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ থাকলেও বিনামূল্যে হবে না।

আমেরিকান এয়ারলাইনসের চিফ কাস্টমার অফিসার হিদার গারবডেন বলেন, ‘আমাদের যাত্রীরা আকাশে ভ্রমণের সময় সংযুক্ত থাকাকে গুরুত্ব দেন—বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা, কাজের অগ্রগতি আনা, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখা কিংবা পছন্দের সাবস্ক্রিপশন সার্ভিসগুলো স্ট্রিম করার মতো বিষয়গুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ।’

এয়ারলাইনস কোম্পানিটি জানিয়েছে, বর্তমানে নির্দিষ্ট কিছু রুটে এই সেবাটি পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। আগামী বছর নাগাদ তারা ৫০০টি আঞ্চলিক বিমানে হাই-স্পিড ইন্টারনেট সংযোগ স্থাপনের পরিকল্পনা করছে।

 

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির ৫ জরুরি নির্দেশনা
  • ১৩ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে নানা…
  • ১৩ জানুয়ারি ২০২৬
আরো এক আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত মনোনীত প্রার্থী
  • ১৩ জানুয়ারি ২০২৬
হাতপাখাকে ৪৫ আসনে ছাড় দিয়ে রাতেই চূড়ান্ত হচ্ছে সমঝোতা?
  • ১৩ জানুয়ারি ২০২৬
তিন ধাপে জাবিতে ভর্তি, জেনে নিন নিয়মাবলি
  • ১৩ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে সংঘাত, টেকনাফ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে কর্মহীন
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9