৪.১ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © টিডিসি ফটো

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬ টা ১৪ মিনিটে ৪৫ সেকেন্ড এ কম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (EMSC) তথ্যমতে, আজকের ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে। আর এর মাত্রা ছিল ৪ দশমিক ১। বাংলাদেশ ভূমিকম্প গবেষণা কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ফালামে, যার গভীরতা ১০৬ দশমিক ৮ কিলোমিটার।

ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বিভাগ থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর মিলেছে।


সর্বশেষ সংবাদ