ঘূর্ণিঝড় ‘মন্থা’ আরও ঘনীভূত, সারাদেশে পাঁচ দিন বৃষ্টির আভাস

প্রতীকি ছবি
প্রতীকি ছবি  © সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মন্থা’তে রূপ নিয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মন্থা’ বর্তমানে ১৩ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এর একটি বর্ধিতাংশ ইতোমধ্যে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং সিলেট বিভাগের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

বৃহস্পতিবার এবং শুক্রবারও দেশের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলমান থাকবে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের মতে, ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকবে। উপকূলীয় এলাকায় বসবাসরত জনগণকে পরবর্তী নির্দেশনা অনুসরণ ও সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!