বৃষ্টি © সংগৃহীত
বাংলাদেশে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শুরু হয়েছে স্বস্তিদায়ক বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে সাধারণত যেমনটা হয়ে থাকে, তেমনি এবারও মৌসুমী বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিন সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ফলে কৃষি, পরিবেশ এবং জনজীবনে স্বস্তি আসার সম্ভাবনা দেখা দিচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার কোনো শঙ্কা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
সিনোপটিক বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের ঝাড়খণ্ড অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর সঙ্গে মিশে গেছে। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং বঙ্গোপসাগরের উত্তর অংশে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এসব কারণে আগামী কিছুদিন দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।