দুর্বল হয়ে টাঙ্গাইলে অবস্থান করছে নিম্নচাপ, সতর্কসংকেত বহাল

দুর্বল হয়ে টাঙ্গাইলে অবস্থান করছে নিম্নচাপ
দুর্বল হয়ে টাঙ্গাইলে অবস্থান করছে নিম্নচাপ  © সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে স্থলভাগে উঠে এসে কিছুটা দুর্বল হয়ে পড়েছে এবং এটি বর্তমানে স্থল নিম্নচাপ হিসেবে টাঙ্গাইল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে দুর্বল হলেও এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। যার কারনে দেশের চারটি সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ শুক্রবার (৩০ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানানো হয়, বর্তমানে নিম্নচাপটি স্থলভাগে অবস্থান করলেও এর প্রভাবে মধ্য ও উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের নদীবন্দরগুলোতেও ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ঝরবে আরও ৪ দিন

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই নিম্নচাপের প্রভাবে সারাদেশেই গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুধু রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলেই ১৯৫ মিলিমিটার অতিভারী বৃষ্টি হয়েছে। আজও দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।

অধিদপ্তর আরও জানায়, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সাগর উত্তাল থাকায় মৎস্যজীবী ও নৌযান সংশ্লিষ্টদের উপকূলীয় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি আরও দুর্বল হয়ে যাবে এবং এর মাধ্যমে মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। যা চলতি বছরের বর্ষা মৌসুম শুরুর ইঙ্গিত হতে পারে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!