পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের ব্যাপক গোলাগুলি


০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ AM
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি © সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরই দুই পক্ষ একে অপরের দিকে গুলি চালায় বলে জানিয়েছে উভয় দেশ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তান প্রথমে কান্দাহারের বোলদাক এলাকায় হামলা চালিয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, আফগান সেনারাই আগে চামান সীমান্তে ‘বিনা উস্কানিতে’ গুলি ছোড়ে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেন, “পাকিস্তান পুরোপুরি সতর্ক অবস্থায় আছে। দেশের ভৌগলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

দুই দিন আগেই সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছিল ইসলামাবাদ ও কাবুল। তবে কোনো অগ্রগতি হয়নি। বৈঠকের পরও তারা যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এর মধ্যেই সীমান্তে নতুন করে বড় সংঘর্ষ ঘটে।

গত অক্টোবরে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সরাসরি বড় ধরনের সংঘাত হয়, যা পরবর্তীতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় থামে। কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও সৌদি বৈঠকের দুই দিন না যেতেই আবারও গোলাগুলিতে জড়ায় দুই দেশ।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানে একাধিক আত্মঘাতী ও সন্ত্রাসী হামলা হয়েছে। পাকিস্তানের দাবি, আফগান নাগরিকরা তালেবান সরকারের মদদে এসব হামলা চালিয়েছে। তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের অভ্যন্তরীণ সন্ত্রাসী ঘটনায় তাদের দায়ী করা যায় না।

২০২১ সালে মার্কিন ও পশ্চিমা বাহিনীকে সরিয়ে ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সংঘাতে জড়ায় গত অক্টোবরে। এতে কয়েকশ মানুষের মৃত্যু হয়।

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতা ও নেতাকর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়াকে আজ চিরবিদায় জানাবেন দেশের মানুষ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২০১০ সালে কেড়ে নেওয়া হয় খালেদা জিয়ার বসতবাড়ি, পরে পাঠানো হয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে শেষবারের মতো ফিরোজায় যাত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫