ইনোভেশন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে গোল্ড মেডেল জিতল রাবি শিক্ষার্থীদের ‘প্রজেক্ট কানন’

০৮ নভেম্বর ২০২৫, ০২:৪৫ PM
প্রজেক্ট কাননের সদস্যরা

প্রজেক্ট কাননের সদস্যরা © সংগৃহীত

দেশের উদ্ভাবনী তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত 'ইনোভেশন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০১৬ (ন্যাশনাল রাউন্ড)-এর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের দল ‘প্রজেক্ট কানন’।

শুক্রবার (৭ নভেম্বর) খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের ফাইনাল রাউন্ড।

দেশের ৪০৬টি প্রজেক্ট ও দেড় হাজারের বেশি উদ্ভাবকের মধ্য থেকে নির্বাচিত সেরা ৮৫টি দলের অন্যতম ছিল প্রজেক্ট কানন। দলটি লাইফ সায়েন্স ক্যাটাগরিতে সেরা ১০ দলের মধ্যে স্থান করে নিয়ে গোল্ড মেডেল অর্জনের গৌরব অর্জন করেছে। এই দলে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী এবং শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী।

এই প্রতিযোগিতাটি আয়োজন করেছে ড্রিমস অব বাংলাদেশ (ডিওবি), যেখানে এক্সক্লুসিভ পার্টনার হিসেবে ছিল MIICA Malaysia। জাতীয় পর্যায়ের এ আসরে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মাধ্যমে দেশের তরুণ উদ্ভাবকেরা তাদের প্রকল্প উপস্থাপন করেন।

‘প্রজেক্ট কানন’ কাজ করছে বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং ওষুধের অপব্যবহার প্রতিরোধে। প্রজেক্টটির লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় সমাধান তৈরি করা।

গোল্ড মেডেল জয়ের পর দলের সদস্য ফারিহা তাবাচ্ছুম বলেন, আমাদের প্রজেক্টের যাত্রায় একটি নতুন সূচনা হলো, তাতে আমি অত্যন্ত খুশি। আমরা বিশ্বাস করি, এই প্রজেক্টের মাধ্যমেই দেশের প্রতিটি স্তরে আমরা ওষুধের সঠিক ব্যবহার এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে সচেতন করতে সক্ষম হব।

দলটির কো-ফাউন্ডার নাসিম মাহমুদ খন্দকার বলেন, আমরা বিশ্বাস করি, গবেষণা ও সচেতনতার মাধ্যমে ওষুধের অপব্যবহার ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় নতুন দিগন্ত উন্মোচন সম্ভব। এই অর্জন আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আরও আত্মবিশ্বাসী করেছে।

উল্লেখ্য, গোল্ড মেডেল অর্জনের পর দলটি নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক বুটক্যাম্পে অংশগ্রহণের জন্য, যা অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সেরা উদ্ভাবনী দলগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে 'প্রজেক্ট কানন'।

 

 

 

 

 

 

খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতা ও নেতাকর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫