ডাকসু নির্বাচন: কোন হলের শিক্ষার্থীরা কোন কেন্দ্রে ভোট দিবেন

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হলের বাইরে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট। আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠার ব্যালট। এ ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।

কেন্দ্র এবং ভোটগ্রহণ কক্ষসমূহ

কার্জন হল কেন্দ্র—ড. মুহম্মদ শহীদুল্লাহ হল (কার্জন হল পরীক্ষা কেন্দ্র), অমর একুশে হল (দ্বিতীয় তলার গ্যালারি), ফজলুল হক মুসলিম হল (কার্জন হল পরীক্ষা কেন্দ্র)। 

শারীরিক শিক্ষা কেন্দ্র—জগন্নাথ হল (ইনডোর গেমস রুম), শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (ইনস্ট্রুমেন্ট রুম), সলিমুল্লাহ মুসলিম হল (ইনডোর গেমস রুম)।

ছাত্র-শিক্ষক কেন্দ্র—রোকেয়া হল (ক্যাফেটেরিয়া, গেমস রুম)।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র—বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল (মেঘনা গেমস রুম ও পদ্মা গেমস রুম), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (শিক্ষক লাউঞ্জ ও সুরমা গেমস রুম)।

সিনেট ভবন কেন্দ্র—স্যার এ এফ রহমান হল (সেমিনার রুম), হাজী মুহম্মদ মুহসীন হল (অ্যালামনাই ফ্লোর), বিজয় একাত্তর হল (ডাইনিং রুম)।

উদয়ন স্কুল এন্ড কলেজ—সূর্যসেন হল (পশ্চিম পাশের ২য় তলার ২০৩, ২০৪ ও ২০৫ নং কক্ষ), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল (নীচতলার সেমিনার কক্ষ), শেখ মুজিবুর রহমান হল (মাঝখানের সিঁড়ির ২য় তলায়), কবি জসীম উদদীন হল (মাঝখানের সিঁড়ির ২য় তলায়)।

ভূতত্ত্ব বিভাগ—কবি সুফিয়া কামাল হল (নীচতলা)।

ইউ ল্যাব স্কুল এন্ড কলেজ-- শামসুন নাহার হল (নীচতলা)।

প্রসঙ্গত, এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

 

 

 

ট্যাগ: ডাকসু
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫