চবির খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ২৫ হাজার ৮৬৬

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ PM
চাকসু

চাকসু © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট তালিকাভুক্ত ভোটার হয়েছেন ২৫ হাজার ৮৬৬জন শিক্ষার্থী।

সোমবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তথ্য অনুযায়ী, ২৫ হাজার ৮৬৬ জন ভোটারের মধ্যে নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৮৪১। অপরদিকে পুরুষ ভোটার রয়েছেন ১৫ হাজার ২৫ জন। তবে, এটি চূড়ান্ত নয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা একটি খসড়া ভোটার তালিকা করেছি। আজকেই চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আমরা মোট ২৫ হাজার ৮৬৬ জন ভোটারকে তালিকাভুক্ত করেছি। বিভাগ থেকে অনেক সময় ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের এলোমেলো সংখ্যা আসে। এজন্য আমরা আগে খসড়া তালিকা প্রকাশ করছি। আমাদের মোট ভোটার সংখ্যা ঠিক আছে। তবে, ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের সংখ্যাগত পরিবর্তন আসলে আসতেও পারে। কেননা অনেক সময় বিভাগ থেকে ছেলে ও মেয়ের শিক্ষার্থীর এলোমেলো নাম্বার আসে। আমরা পূনরায় চেক করে চূড়ান্ত তালিকা প্রকাশ করব।

চাকসুর নির্বাচনী তফসিল অনুযায়ী আজ (১ সেপ্টেম্বর) চাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।

 

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫