রাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ৮৪৮ প্রার্থী, বাড়ল সময়

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টা পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৫৫ জন, সিনেট-এ ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৪৬১ জন মিলে সর্বমোট ৮৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে সর্বোচ্চ সহসভাপতি (ভিপি) পদে ১৩ জন এবং হল সংসদে নির্বাচনের মধ্যে সর্বোচ্চ মতিহার হলে ৪৬ জন মনোনয়নপত্র নিয়েছেন। এদিকে মনোনয়নপত্র উত্তোলনের জন্য আরও দুদিন সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। 

রবিবার (৩১ আগস্ট) বিগত ৫ দিনের মনোনয়ন বিতরণ কার্যক্রম শেষে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শারমিন হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

কেন্দ্রীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২ জন মনোনয়ন নিয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক (জিএস) ৬ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ৮ জন, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক ৮ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক ৩ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ৫ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক ৬ জন, মহিলা বিষয়ক সম্পাদক ৫ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক ৩ জন, তথ্য ও গবেষণা সম্পাদক ৯ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক ৪ জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ৫ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ৩ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ৬ জন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ২ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ৮ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ১০ জন, নির্বাহী সদস্য ৪টি পদে মোট ৪০ জন।

রাকসু নির্বাচন বিভিন্ন প্যানেল থেকে মনোনয়ন নিয়েছে। গণছাত্রজোট প্যানেল ২৩ জন, ছাত্রদলের প্যানেলে ২৬ জন, সচেতন শিক্ষার্থী পরিষদ প্যানেল ১৫ জন, ছাত্রশিবিরের প্যানেল ২১ জন, নাজমুস সাকিব প্যানেল ৬ জন, আফরিন জাহান প্যানেলে ২৩ জন, তৌহিদুল ইসলাম প্যানেলে ৭ জন, আধিপত্যবাদবিরোধী ঐক্য প্যানেল ২১ জন, অপরাজেয় ৭১ জন, জাগ্রত প্যানেলে ১৩ জন, পদ উল্লেখ ব্যতীত ৯ জনসহ প্যানেল অনুযায়ী মোট ১৬৩ জন মনোনয়নপত্র নেন।

বেগম জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫