তিন দাবিতে এবার ঢাকায় অবস্থানের সিদ্ধান্ত প্রাথমিকের সহকারী শিক্ষকদের

৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:২৫ PM
দাবি আদায়ে ঢাকায় অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

দাবি আদায়ে ঢাকায় অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা © ফাইল ছবি

১০ম গ্রেডে বেতন দেওয়াসহ তিন দাবিতে এবার ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী ৮ নভেম্বর সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন শুরু করবেন তারা। শিক্ষকদের চারটি সংগঠনের নেতারা একযোগে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দাবির মধ্যে রয়েছে, সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি ১০ম গ্রেড প্রদান; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক নেতারা ১৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে গেলে বলা হয়েছিল, তাদের দাবি পে কমিশনে আছে। পরে পে কমিশনের সভায় গেলে জানিয়ে দিয়েছে, তাদের এটি এখতিয়ারভুক্ত নয়।’

আরও পড়ুন: ‘জবাবদিহির আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা’

প্রতিশ্রুতি দিলেও সমস্যার সমাধান না হওয়ায় আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শামছুদ্দীন মাসুদ। তিনি বলেন, ‘আমরা চার সংগঠন মিলে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে, সময়ের প্রয়োজনে বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের দাবি জানানো হবে।’

জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫