৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির ফলে কার কত টাকা বাড়বে?

১৯ অক্টোবর ২০২৫, ০১:৩৭ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০১:৪৪ PM
লোগো

লোগো © টিডিসি

চলমান শিক্ষক আন্দোলনের প্রেক্ষাপটে বাড়ি ভাতা ৫ শতাংশ বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। শুধু তাই নয়, রোববার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে মন্ত্রণালয়টি। যদিও এই সিদ্ধান্তকে ইতোমধ্যেই ‘আংশিক সাফল্য’ দাবি করেছেন শিক্ষকরা। তাদের ভাষ্য, এই সম্মতি আন্দোলনের প্রাথমিক অর্জন, তবে এতে তাদের মূল দাবি পূরণ হচ্ছে না। এক কারণেই আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষক নেতারাও জানিয়েছেন, তাদের দাবি ছিল ২০ শতাংশ বাড়ি ভাড়া, ৭৫ শতাংশ উৎসব ভাতা এবং ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা। এসব দাবি বাস্তবায়নের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিকে ৫ শতাংশ বাড়লে কোন গ্রেডে কত হবে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া? তথ্য ঘেঁটে দেখা গেছে, এই হারে বাড়ি ভাড়া বাড়লে অধ্যক্ষের (গ্রেড ৪) ৫০,০০০ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৫%) হবে ২,৫০০ টাকা। উপাধ্যক্ষের (গ্রেড ৫) ক্ষেত্রে ৪৩,০০০ হাজার টাকার বিপরীতে বাড়ি ভাড়া (৫%) হবে ২,১৫০ টাকা। এছাড়াও সহকারী অধ্যাপকের (গ্রেড ৬) ৩৫,৫০০ টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৫%) হবে ১,৭৭৫ টাকা (যদিও এই অঙ্ক সর্বনিম্ন ২,০০০ টাকা নির্ধারিত)

এর বাইরে সহকারী অধ্যাপকের (গ্রেড ৮) ২৩,০০০ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৫%) হবে ১,১৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); প্রভাষক (গ্রেড ৯) পদের বেতন ২২,০০০ হাজার টাকার বিপরীতে বাড়ি ভাড়া (৫%) হবে ১,১০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং প্রধান শিক্ষক্ষের (গ্রেড ৭) ২৯,০০০ হাজার টাকার বিপরীতে এই পরিমাণ ১,৪৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা) হবে।

সহকারী প্রধান শিক্ষকের (গ্রেড ৮) ২৩,০০০ হাজার বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৫%) ১,১৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); সিনিয়র শিক্ষক (গ্রেড ৯), যাদের বেতন ২২,০০০ টাকা, তাদের ক্ষেত্রে ১,১০০ টাকা (সর্বনিম্ন ২,০০০) বাড়ি হবে হবে। এর বাইরে সহকারী শিক্ষক (গ্রেড ১০), যাদের বেতন ১৬,০০০ টাকা, তাদের বাড়ি ভাড়া (৫%) হবে ৮০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); সহকারী শিক্ষক (গ্রেড ১১), যাদের বেতন ১২,৫০০ টাকা, তাদের ক্ষেত্রে এই পরিমাণ হবে ৬২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০)।

এমপিওভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর– (গ্রেড ১৬) বেতন যেখানে ৯,৩০০ টাকা, তার বিপরীতে বাড়ি ভাড়া হবে ৪৬৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড: ১৬), যাদের বেতন- ৯,৩০০ টাকা, তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া ৪৬৫ টাকা (সর্বনিম্ন ২,০০০)।

এছাড়াও ঝাড়ুদার (গ্রেড: ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, তার ক্ষেত্রে বাড়ি ভাড়া (৫%) হবে ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। অফিস সহায়কের (গ্রেড ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, সেখানে বাড়ি ভাড়া (৫%) হবে ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); পিয়নের (গ্রেড ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, তার ক্ষেত্রে বাড়ি ভাড়া (৫%) হবে ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০) এবং আয়ার (গ্রেড ২০) ৮,২৫০ টাকা বেতনের ক্ষেত্রে বাড়ি ভাড়া (৫%) হবে ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫