২০ শতাংশ ইস্যুতে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি মন্ত্রণালয়

১৪ অক্টোবর ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:১১ PM
কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার ইস্যুতে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি অর্থ মন্ত্রণালয়। ফলে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার বিষয়টিও অনিশ্চিত বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষকদের দাবির বিষয়ে আমরা একমত। এ বিষয়ে দুই মন্ত্রণালয় কাজ করছে। তবে ২০ শতাংশ কিংবা ১৫ শতাংশ বাড়ি ভাড়া করা হলে সেই টাকার জোগান কীভাবে হবে, সেটি  নিশ্চিত করা যায়নি।’

আরও পড়ুন: শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান আজিজীর

তিনি বলেন, ‘সামনে বেতন স্কেল বৃদ্ধি করা হবে। এ অবস্থায় বাড়ি ভাড়া বৃদ্ধি করলে পরবর্তীতে এটি আরও বেড়ে যাবে। সবমিলিয়ে শিক্ষকদের আরও ধৈর্য ধরতে হবে। এর বিকল্প কিছু দেখছি না। অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবও দেশে নেই।’

এদিকে শিক্ষকদের সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি নিয়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা শিক্ষা সচিব রেহেনা পারভীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। তারাও বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেননি বলে সূত্র জানিয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে।

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়: বেরোবি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫