নোয়াখালী এক্সপ্রেস লোগো © সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নবাগত ফ্র্যাঞ্চাইজি হলেও নিলামের পর থেকে একের পর এক চমক দেখিয়ে আসছে দলটি। কয়েকদিন আগে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে ভেড়ায় তারা। এবার সংযুক্ত আরব আমিরাতের পেসার ইবরার আহমেদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ইতোমধ্যেই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তার নামও ঘোষণা করেছে নোয়াখালী।
জাতীয় দলে খুব একটা সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি লিগে পরিচিত মুখ ইবরার। আবুধাবি টি-টেনে ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে নিয়মিত খেলেন তিনি। এ ছাড়া আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন। এখন পর্যন্ত ৭টি টি-টোয়েন্টিতে ৪ উইকেট ২১ বছর বয়সী এই পেসারের।
নোয়াখালীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। এ ছাড়া স্কোয়াডে আছেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, জাকের আলী, হাবিবুর রহমান সোহানরা। আর বিদেশিদের মধ্যে কুশল মেন্ডিস, জনসন চার্লস ও মোহাম্মদ নবীর মতো নামও রয়েছে।
এদিকে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের আসর। একইদিন সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।
পরদিন দুপুর ১টায় মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। একইদিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের।
ঘরোয়া এই টুর্নামেন্ট সিলেটে শুরু হয়ে চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে বিপিএল। সিলেট ও চট্টগ্রামে ১২টি করে এবং ঢাকায় এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ফাইনাল ২৩ জানুয়ারি। সব নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এ ছাড়া ২৪ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।
একনজরে নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড: হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দীপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাশিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী, ইবরার আহমেদ।