জবি ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা যাচ্ছে

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আসতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এমন ইঙ্গিত দিয়েছেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ও উপাচার্য দেশে ফেরার পর এ বিষয়ে কার্যক্রম শুরু হবে।

উপাচার্যের কার্যালয় থেকে জানা যায়, একাডেমিক সফরের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এখন আমেরিকায় অবস্থান করছেন। আগামী মাসের (অক্টোবর) ৪ তারিখে দেশে ফিরবেন।  

ভর্তি পরীক্ষার বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, এখনো উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়নি। ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। উপাচার্য দেশে ফেরার পরে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভুইয়া জানান, ভর্তি পরীক্ষা ডিসেম্বর নাগাদ হতে পারে। তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। কারণ এখনও এবিষয়ে অফিশিয়াল মিটিং হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি নিয়ে এখনও মিটিং হয়নি। উপাচার্য মহোদয় দেশের বাইরে আছেন। তিনি আগামী মাসের ৪ তারিখে ফিরবেন, ৫ তারিখ থেকে অফিস করবেন। তিনি ফেরার পর মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঐক্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫