৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ আজ

২৯ মে ২০২৫, ১২:০০ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:০৬ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এদিন সন্ধ্যার মধ্যে পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞিপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে পিএসসির একজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, ‘৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে গতকাল কমিশনে আলোচনা হয়েছে। আজ যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।’

জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

এর আগে ৪৮তম বিশেষ বিসিএসের বিধি সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ৪৮তম বিসিএস পরীক্ষা হবে ৩০০ নম্বরে। এর মধ্যে ২০০ নম্বর হবে প্রিলিমিনারি (এমসিকিউ) আর ১০০ নম্বর মৌখিক পরীক্ষার জন্য। প্রতিটি এমসিকিউর জন্য এক নম্বর থাকবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

প্রজ্ঞাপনে নম্বর বন্টনের ঘরে বলা হয়, ২০০ নম্বরের মধ্যে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০, সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ে ১০০ নম্বরের বণ্টন হবে—বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫