বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হলে মিলল গাঁজা ও নেশার সরঞ্জাম

২৬ আগস্ট ২০২৫, ১০:৩৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ১১:৫৫ PM
গাঁজা ও নেশাদ্রব্য খাওয়ার সরঞ্জাম উদ্ধার

গাঁজা ও নেশাদ্রব্য খাওয়ার সরঞ্জাম উদ্ধার © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) তিন নম্বর আবাসিক হল থেকে গাঁজা, বিভিন্ন নেশাদ্রব্য ও নেশাদ্রব্য খাওয়ার সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও হল টিউটর আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কয়েকটি কক্ষ তল্লাশি করা হয়। অভিযানের সময় একটি কক্ষ থেকে গাঁজাসহ বিভিন্ন নেশাদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

কমিটির প্রধান করা হয়েছে সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক মো. আতিকুল ইসলাম মামুনকে। অন্য দুই সদস্য হলেন- সহকারী প্রক্টর ও প্রভাষক শাহরিয়ার মাহমুদ মিনার এবং বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজির প্রভাষক মো. শাহেদ আলম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জানায়, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। শুধু যাদের কক্ষ থেকে নেশাদ্রব্য উদ্ধার হয়েছে তাই নয়, অন্য কোনো শিক্ষার্থীও জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হবে। দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে।

গাঁজাসহ নেশাদ্রব্য উদ্ধারের বিষয়ে উপাচার্য ড. জাহিদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে। শিক্ষাঙ্গনে নেশা বা অসামাজিক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। প্রক্টোরিয়াল টিম প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অভিযুক্তদের নাম ও রুম নাম্বার প্রকাশ না করে তদন্ত কমিটির প্রধান সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. আতিকুল ইসলাম মামুন জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরও কয়েকজনকে করা হবে। তদন্ত শেষ করতে ১০-১২ দিন সময় লাগবে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত শিক্ষার্থীর সরাসরি সিট বাতিলসহ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫