ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক সই

০১ জুলাই ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০১:১০ AM
অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী এবং ড. মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন

অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী এবং ড. মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন © সংগৃহীত

প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও ব্র্যান্ডিং জোরদার করতে ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের (ডিআরসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওএ) স্বাক্ষরিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১ জুলাই) ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী ও ড্যাফোডিল ফ্যামিলির চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত সম্পৃক্ততা ও উন্নত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি, মানসম্পন্ন শিক্ষার্থী ভর্তি, অধিকতর ক্ষমতায়ন এবং উভয় প্রতিষ্ঠানের মধ্যে আরও দৃঢ় সহযোগিতার পথ সুগম হবে।

আরও পড়ুন: কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে চান ৬৮ অধ্যাপক

এ গুরুত্বপূর্ণ চুক্তি একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর অংশীদারত্বের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা উভয় প্রতিষ্ঠানের টেকসই সাফল্যের পথ প্রশস্ত করবে।

স্বাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপারসন, প্রশাসনিক বিভাগগুলোর শাখা প্রধানরা এবং ডিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫