আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

১০ মে ২০২৫, ০৩:২২ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০৫:০৯ AM
উপাচার্য অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান

উপাচার্য অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান © টিডিসি সম্পাদিত

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃৎ এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১০ মে)। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন আইইউবিএটি ক্যাম্পাসে নেওয়া হয়েছে নানামুখী আয়োজন। থাকছে ড. মিয়ানের জীবন ও কর্ম নিয়ে উন্মুক্ত আলোচনা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিল।

১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা জেলায় জন্মগ্রহণকারী অধ্যাপক মিয়ান ২০১৭ সালের ১০ মে ইন্তেকাল করেন। তিনি ছিলেন এক বীর মুক্তিযোদ্ধার পরিবারে জন্মগ্রহণকারী গর্বিত সন্তান এবং মরহুম বীর প্রতীক কর্নেল সফিক উল্যার ছোট ভাই।

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রবর্তনের মাধ্যমে তিনি একটি নতুন দিগন্ত উন্মোচন করেন। তারই উদ্যোগে ১৯৯১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি।

অধ্যাপক মিয়ানের শিক্ষা ও পেশাগত জীবনের পরিসর ছিল বিশাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স (১৯৬২) ও মাস্টার্স (১৯৬৩), ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র থেকে এমবিএ (১৯৬৮) এবং ম্যানচেস্টার স্কুল অব বিজনেস, যুক্তরাজ্য থেকে ডক্টরেট ডিগ্রি (১৯৭৬) অর্জন করেন।

আরও পড়ুন: বিইউপিতে ঢাবি ছাত্রলীগ সহ-সভাপতির শিক্ষক নিয়োগ পাওয়া নিয়ে কী চলছে?

পেশাগত জীবনে তিনি দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে শিক্ষকতা করেন এবং ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক। তিনি সেন্টার ফর পপুলেশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ (সিপিএমআর)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৬৩ সালে শিক্ষকতা শুরু করে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি একাধারে শিক্ষক, গবেষক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নকর্মী হিসেবে অবদান রাখেন। নাইজেরিয়ার আহমাদু বেলু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

ড. এম আলিমউল্যা মিয়ান ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশের উচ্চশিক্ষার পরিসরে যুগান্তকারী পরিবর্তন এনেছেন। তার অগ্রণী চিন্তা ও দূরদৃষ্টি আজও দেশের হাজারো শিক্ষার্থীর জীবন গঠনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াত নায়েবে আমির
  • ৩১ ডিসেম্বর ২০২৫
রাজধানীর ৩ সড়কে যান চলাচল সীমিত থাকবে, জানাল আইএসপিআর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩১ ডিসেম্বর ২০২৫