নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির এমপি প্রার্থী ঝুমা

২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ AM
মনজিলা সুলতানা ঝুমা

মনজিলা সুলতানা ঝুমা © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। রবিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতেও দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকেও নিশ্চিত করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের এই সংগঠক। 

ফেসবুক পোস্টে মনজিলা সুলতানা ঝুমা জানান, ‘এনসিপি প্রাথমিকভাবে দেশের ১২৫টি আসনে মনোনয়ন প্রদান করে। এর অংশ হিসেবে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তাকে দলের পক্ষ থেকে মনোনীত করা হয়েছিল। গত ২৪ তারিখ তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়ন উত্তোলন করেন। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগেই তিনি তার সিদ্ধান্ত দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে অবহিত করেছেন।

নিজের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে ঝুমা বলেন, ‘আমি অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, তরুণরা সংসদে যাবে, আজ নয় তো কাল।’

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫