জামায়াতের নায়েবে আমির

‘ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হন, দুই কূলই হারাবেন’

৩০ নভেম্বর ২০২৫, ১০:২৭ PM
এটিএম আজহারুল ইসলাম

এটিএম আজহারুল ইসলাম © সংগৃহীত

জামায়াত ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে ফেলে দিয়ে, আঠারো কোটি মানুষকে বিপদে ফেলে  বিদেশে চলে যায় রেখে যায়, তারা দেশপ্রেমিক নন। জামায়াতে ইসলামী নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি, বরং বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। আর অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন। ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন, এ কূল ওকূল দুই কূলই হারাবেন।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে যশোরের চৌগাছায় যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশ ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেউ পালায় যায় না। যারা কথায় কথা বলতো ‘শেখের বেটি পালায় না’। তারাই আজকে দেশ থেকে পালিয়ে গেছে। জামায়াতে ইসলামীর লোকেরা দেশেই আছে। আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, কিন্তু দেশটা করে চিন্তা করিনি।

তিনি আরও বলেন, তারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে, কথায় কথা বলে দেশ স্বাধীন করে তার আব্বা। আজকে তারা ১৮ কোটি মানুষকে ফেলে রেখে ভারতে আশ্রয় নিয়ে আজকে সুন্দর জীবন জীবন করছেন। যারা হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে ফেলে দিয়ে, আঠারো কোটি মানুষকে বিপদে ফেলে রেখে যায়। তারা কি দেশ প্রেমিক? যারা বিদেশে থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করেন তারাই দেশ প্রেমিক।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫