বিএনপির তিন শতাধিক কর্মী-সমর্থকের জামায়াতে যোগদান

২৭ নভেম্বর ২০২৫, ১১:০০ PM
যোগদানকৃত কর্মীরা

যোগদানকৃত কর্মীরা © সংগৃহীত

মেহেরপুরে বিএনপির তিন শতাধিক কর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলার তেতুলবাড়ীয়া ইউনিয়নে আয়োজিত কর্মী সম্মেলনে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন মেহেরপুর-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা।

সম্মেলনে সভাপতিত্ব করেন তেতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মতিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজমুল হুদা এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন।

জামায়াতে যোগদানকারী নেতাকর্মীদের একজন আতিয়ার রহমান বলেন, জামায়াতে ইসলামী যে নীতি ও আদর্শের কথা বলে তা আমাকে আকৃষ্ট করেছে। দেশ ও ন্যায়নীতির পক্ষে তাদের অবস্থান আমাকে অনুপ্রাণিত করেছে। এ কারণেই আমি এই দলে যোগ দিয়েছি।

নতুন সদস্যদের স্বাগত জানিয়ে উপজেলা আমির রবিউল ইসলাম বলেন, সৎ ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামের বিকল্প নেই। মানুষ পরিবর্তন চায়, তাই দলে দলে জামায়াতে ইসলামে যোগ দিচ্ছে।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫