বাউল ইস্যুতে ফরহাদ মজহারকে মুরতাদ ঘোষণা হেফাজত নেতার

২৭ নভেম্বর ২০২৫, ১০:৫৬ PM
কওমী ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত ধর্ম অবমাননার প্রতিবাদে কর্মসূচিতে

কওমী ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত ধর্ম অবমাননার প্রতিবাদে কর্মসূচিতে © সংগৃহীত

আল্লাহ এবং তার রাসূলের প্রকাশ্য বিরোধিতা করায় আবুল সরকার যেমন মুরতাদ হয়ে গেছে, তেমনি ভণ্ড কবি-দার্শনিক ফরহাদ মজহারও মুরতাদ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হুসাইন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কওমী ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত ধর্ম অবমাননার প্রতিবাদে বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে ৯২ শতাংশ মুসলমানের দেশে বসবাস করবে এটা কোনো মুসলমান মেনে নেবে না। তাই আবুল সরকারসহ এ ধরনের সকলকে আইনের আওতায় আনতে হবে।

এর আগে, সকাল সাড়ে ১১টায় জামিয়া ইউনুসিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বক্তব্য দেন মাওলানা মুহিব্বুল্লাহ মাদানী, মাওলানা মাইনুদ্দিন, মাওলানা মীর খায়রুজ্জামান, মাওলানা জাকারিয়া সাইফ, মাওলানা রিয়াজুল করিম রিফাত, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা ফরহাদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, নতুন ঘোষিত রাজনৈতিক দলের কিছু ব্যক্তি ছাদের নিচে আলেমদের নিয়ে উচ্চবাচ্য করছে। সতর্ক হয়ে যান, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাঞ্জা লড়বেন না, তাহলে বাংলার জমিন থেকে অস্তিত্বহীন হয়ে যাবেন।

সভাপতির বক্তব্যে মাওলানা বেলাল হুসাইন সকলের পক্ষ থেকে তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সংবিধানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা ও দেশের সকল মাজারে অশ্লীল গান-বাজনা ও মাদক সম্পূর্ণ নিষিদ্ধ করা।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫