ক্যামব্রিজে পড়ুয়া ইশরাকের হবু স্ত্রী কে এই ব্যারিস্টার নুসরাত খান?

১১ অক্টোবর ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৬:০৪ PM
ইশরাক হোসেন ও নুসরাত খান

ইশরাক হোসেন ও নুসরাত খান © টিডিসি সম্পাদিত

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) পারিবারিকভাবে রাজধানীর বারিধারায় ব্যারিস্টার নুসরাত খানের সাথে তার বাগদান সম্পন্ন হয়।

জানা গেছে, কনে ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ও টাঙ্গাইল-নাগরপুর আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদের বড় মেয়ে। তার গ্রামের বাড়ি  টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামে।

নুসরাত খানের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে জানা যায়, তিনি ১৯৯৩ সালে রাজধানীর স্কলাস্টিকায় ভর্তি হন এবং সেখান থেকেই ‘ও-লেভেল’ ও ‘এ-লেভেল’ সম্পন্ন করেন। পরে ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি থেকে এলএলএম সম্পন্ন করার পর ২০১১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) শেষ করেন।

এরপর ২০২১ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্টে ও ২০২৩ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল ফিলোসফিতে মাস্টার্স করেন।

 

শনিবার (১১ সেপ্টেম্বর) বাগদানের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট করেছেন কনে নুসরাত খান। পোস্টে তিনি লেখেন, আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে জনাব ইশরাক হোসাইনের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে।

তিনি আরও লেখেন, আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সঙ্গে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য আপনাদের দোয়া কামনা করছি।

দলের বিভক্তি এড়াতে বিএনপি চেয়ারপার্সন পদের প্রার্থিতা প্রত্…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছরে তারেক রহমানের আয় ৬ লাখ ৭৬ হাজার টাকা, মোট সম্পদ কত?
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২২ মামলায় খালাস ও ১৩টিতে অব্যাহতি, খালেদা জিয়ার নির্বাচনী হ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শ্বশুরবাড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, সিসিটিভির হার্ডডিস্ক নিয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২৩ আসনে নির্বাচন করে সবকটিতেই জয়ী হন বেগম খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫