মুক্তিযুদ্ধ নিয়ে অনুষ্ঠানে ১৬ জন গ্রেপ্তার নজিরবিহীন, ঢাবি অধ্যাপকের তীব্র নিন্দা

২৯ আগস্ট ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৭:৩৩ AM
কাবেরী গায়েন

কাবেরী গায়েন © ফাইল ছবি

‘মহান মুক্তিযুদ্ধ ও আমাদের সংবিধান’ শীর্ষক একটি আলোচনাসভা থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক কাবেরী গায়েন। এ ঘটনাকে তিনি নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) নিজের ফেসবুক স্ট্যাটাসে কাবেরী গায়েন লেখেন, “অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সহকর্মী। মুক্তিযুদ্ধ বিষয়ে এক আলোচনাসভায় বক্তব্য দেওয়ার জন্য তার ওপর যে ঘৃণ্য আক্রমণ হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে—আমি এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, “অধ্যাপক কার্জন, বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু তাদের ওপর আক্রমণকারীদের নয়। এমন ঘটনা নজিরবিহীন। অথচ যারা এই সেমিনারে আক্রমণ চালিয়েছে, তাদের কার্যক্রমের স্পষ্ট ছবিসহ ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।”

মুক্তিযুদ্ধ বিষয়ে কথা বলা কোনো অপরাধ নয় জানিয়ে কাবেরী গায়েন লিখেছেন, “মুক্তিযুদ্ধকে অপরাধের সমার্থক করার ঘৃণ্য চক্রান্ত রুখে দেওয়ার সামর্থ্য এককভাবে আমার নেই। তবুও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে এমন অভিনব উভয়মুখী সন্ত্রাসের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এই চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হতে পারে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে গোলটেবিল বৈঠক চলাকালে পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫