জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আনিসুল, স্বপদে বহিষ্কৃতরাও

০৫ আগস্ট ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৭ PM
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ © সংগৃহীত

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একইসঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জিএম কাদের যাদের বহিষ্কার করেছিলেন তাদেরকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) গুলশান-২ এর ৪৪ নম্বর রোডের ১২১ নম্বর বাড়ির হলরুমে দলটির প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা গেছে, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্বপদে পুনর্বহাল হওয়া নেতারা হলেন, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়, কাজী মামুনুর রশীদ, নরুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম পাঠান এবং ইয়াহইয়া চৌধুরী।

সভায় ভার্চুয়ালি অংশ নেন দেশ-বিদেশে অবস্থানরত প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, একেএম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল ও আমিনুল ইসলাম ঝন্টু।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আখতার, মেজর (অব.) রানা মো. সোহেল, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূঁইয়া ও আরিফুর রহমান খান।

সভায় ভার্চুয়ালি অংশ নেন দেশ-বিদেশে অবস্থানরত প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, একেএম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল ও আমিনুল ইসলাম ঝন্টু।

আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫