পিটার হাসের সঙ্গে বৈঠক গুজবে ব্যঙ্গ করলেন সারজিস

০৫ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৭ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন—এমন গুজবের ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ব্যঙ্গ করে পোস্ট দিয়েছেন তিনি।   

ওই পোস্টে সারজিস লেখেন, লন্ডনে পলাতক নিষিদ্ধ আওয়ামীলীগের ডজনখানেক শীর্ষ নেতৃবৃন্দ, সেখানে আছেন....

পোস্টের মন্তব্যের ঘরে সারজিস লেখেন, মিডিয়া প্রোপাগান্ডারও একটা লিমিট থাকে। নূন্যতম পেশাদারিত্ব তো থাকা উচিত!

এর আগে,  মঙ্গলবার সকাল থেকে গুজব ছড়িয়ে পড়ে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। তাদের মধ্যে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটওয়ারী ও খালেদ সাইফুল্লাহ।

এ দিকে বৈঠককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ‘পিটার হাসের সঙ্গে বৈঠক’ ইস্যুতে তিনি বলেন, আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগাণ্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব। 

এনসিপির এক যুগ্ম-আহ্বায়ক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশের ৬৪ জেলায় গিয়েছেন তারা। পথযাত্রা করেছেন এলাকায় এলাকায়। মিশেছেন মানুষের সঙ্গে। আর এতেই ক্লান্ত এনসিপি নেতারা। সেই থেকেই কক্সবাজারে সফরের সিদ্ধান্ত।

দলের বিভক্তি এড়াতে বিএনপি চেয়ারপার্সন পদের প্রার্থিতা প্রত্…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছরে তারেক রহমানের আয় ৬ লাখ ৭৬ হাজার টাকা, মোট সম্পদ কত?
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২২ মামলায় খালাস ও ১৩টিতে অব্যাহতি, খালেদা জিয়ার নির্বাচনী হ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শ্বশুরবাড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, সিসিটিভির হার্ডডিস্ক নিয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২৩ আসনে নির্বাচন করে সবকটিতেই জয়ী হন বেগম খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫