ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও ৯১

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ AM
ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও ৯১

ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও ৯১ © এপি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের সামরিক হামলায় একদিনে আরও ৯১ জন নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক। নিহতদের মধ্যে ৪৮ জন গাজা সিটির বাসিন্দা। এদের মধ্যে ছয়জন নিহত হয়েছেন ত্রাণ নিতে গিয়ে।

দখলদার ইসরায়েল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ চালিয়েছে বলে জানানো হয়েছে। দৈনিক প্রায় ১০০ জন নিহত হলেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে। এছাড়া তিনি সেখানে বর্বরতা আরও বাড়ানোরও সংকেত দিয়েছেন।

ট্রাম্পের ২১ দফা প্রস্তাব

গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ৮ মুসলিম দেশের নেতারা। বৈঠকে গাজার যুদ্ধ বন্ধে ২১ দফার প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দফাগুলো হলো:

* গাজা চরমপন্থা ও সন্ত্রাসমুক্ত হবে।
* গাজার মানুষের কল্যাণে পুনর্গঠন কাজ চালানো হবে।
* উভয় পক্ষ সম্মত হলে যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে এবং ইসরায়েল ধীরে ধীরে গাজা থেকে সরে যাবে।
* সব জিম্মি এবং আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে।
* ত্রাণ সাহায্য বাড়ানো হবে এবং জরুরি অবকাঠামো পুনর্গঠন করা হবে।
* গাজার শাসনভার ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে থাকবে।
* হামাসের কোনো সামরিক অবকাঠামো থাকবে না এবং শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
* গাজার নিরাপত্তা তদারকির জন্য আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হবে।

উল্লেখ্য, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠকে জানা যাবে, ইসরায়েল এই চুক্তি মানবে কি না। গতকাল নেতানিয়াহু জাতিসংঘে ভাষণে জানিয়েছেন, গাজায় তারা হামলা অব্যাহত রাখবেন। অপরদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা হয়তো যুদ্ধবিরতিচুক্তির দ্বারপ্রান্তে রয়েছেন। [সূত্র: আলজাজিরা]

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫