‘প্রিটি লিটল বেবি’ খ্যাত কনি ফ্রান্সিসের মৃত্যু, বিশ্বসংগীতে শোকের ছায়া

১৭ জুলাই ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
কনি ফ্রান্সিস

কনি ফ্রান্সিস © ফাইল ফটো

বিশ্বসংগীত জগতের এক উজ্জ্বল তারা নিভে গেল। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই। মঙ্গলবার (১৬ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই সংগীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

কনির ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস ফেসবুকে একটি পোস্টে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। সেখানে তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের জানাচ্ছি যে গত রাতে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

চলতি জুলাই মাসের শুরুতে হঠাৎ তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কনি। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবস্থার জটিলতা বাড়লে তাকে নেওয়া হয় আইসিইউতে। এর মাঝেই গত ৪ জুলাই কনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, ‘আজ অনেকটা ভালো লাগছে। সবাইকে ৪ জুলাইয়ের শুভেচ্ছা।’ সেটিই ছিল তার শেষ বার্তা।

‘স্টুপিড কিউপিড’, ‘হু’স সরি নাউ’, ‘প্রিটি লিটল বেবি’—এই গানগুলো কনিকে এনে দিয়েছিল বিশ্বজুড়ে জনপ্রিয়তা। তার গলায় প্রকাশ পাওয়া ‘প্রিটি লিটল বেবি’ গানটি রেকর্ড হয়েছিল ৬৩ বছর আগে। তবে সম্প্রতি তা আবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নতুন প্রজন্মের কাছেও ফের পরিচিত হয়ে ওঠেন কনি ফ্রান্সিস।

১৯৩৭ সালে নিউ জার্সির নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন কনি ফ্রান্সিস। তার আসল নাম ছিল কনচেটা ফ্রানকোনেরো। মাত্র চার বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন। অ্যাকর্ডিয়ন বাজাতেনও সাবলীলভাবে। ছোটবেলাতেই যুক্ত হন টেলিভিশনের গানের অনুষ্ঠানে।

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াত নায়েবে আমির
  • ৩১ ডিসেম্বর ২০২৫
রাজধানীর ৩ সড়কে যান চলাচল সীমিত থাকবে, জানাল আইএসপিআর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩১ ডিসেম্বর ২০২৫