গাজা সংহতিতে শিক্ষার্থীদের বাধা দেওয়া বিএমইউ শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি

১০ মে ২০২৫, ০৩:১৫ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০৯:২৮ AM
ডা. সুলতানা আলগিন

ডা. সুলতানা আলগিন © ফাইল ছবি

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে চাইলে শিক্ষার্থীদের জোরপূর্বক ক্লাসে অংশ নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এক শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে বিএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদকে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব-১ ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ডা. সুলতানা আলগিনের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটিতে সভাপতি করা হয়েছে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে আজাদকে। 

কমিটির সদস্যরা হলেন- মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, মেডিসিন বিভাগের কোর্স পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাজরুল ইসলাম এবং সাবেক সাইকিয়াট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন কাওসার। কমিটির সদস্য সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. মোস্তাফা কামাল পাশাকে।

এর আগে গতকাল সোমবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটে। জানা গেছে, ওই ‍শিক্ষিকার নাম ডা. সুলতানা আলগিন। তিনি বিশ্ববিদ্যালয়টির মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক।

অভিযোগ রয়েছে, অধ্যাপক আলগিন সরকার-ঘনিষ্ঠ চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) একজন সক্রিয় সদস্য। অতীতে আওয়ামী লীগের বিভিন্ন মিছিলে শিক্ষার্থীদের জোর করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২৩ আসনে নির্বাচন করে সবকটিতেই জয়ী হন বেগম খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের ৪০ স্টেলথ ফাইটার দিচ্ছে চীন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জুলাই যোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সংসদ ভবনে পৌঁছেছে বেগম খালেদা জিয়ার মরদেহ 
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা স্থগিত
  • ৩১ ডিসেম্বর ২০২৫