ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশের জেরে মামলা, দুই সাংবাদিকের জামিন

২৯ আগস্ট ২০২৫, ১২:৫৪ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ PM
দুই সাংবাদিকের জামিন লাভ

দুই সাংবাদিকের জামিন লাভ © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ আদালত দৈনিক যুগান্তর–এর জেলা স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি এবং আজকের পত্রিকা ও আরটিভির আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ আগস্ট যুগান্তর ও আরটিভির অনলাইনে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসিসহ কয়েকজন পুলিশের অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশিত হয়। পরে ১২ আগস্ট চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনার প্রতিবাদে আখাউড়া ও কসবায় সাংবাদিক সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করে এবং মামলা প্রত্যাহারের দাবি জানায়।

আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানো যাবে না। আমরা ন্যায়বিচার চাই।’

যুগান্তর–এর স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি বলেন, ‘আমরা শুধু সত্য প্রকাশ করেছি। এজন্য মিথ্যা মামলার শিকার হয়েছি। আদালত আমাদের জামিন দিয়েছেন, আমরা সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাব।’

আরও পড়ুন: দ্বিতীয় ধাপেও কলেজ পায়নি ১০ হাজারের বেশি শিক্ষার্থী, আবার থাকবে আবেদনের সুযোগ

একই কথা জানান আজকের পত্রিকা ও আরটিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘সাংবাদিকদের হয়রানি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই মামলা করা হয়েছে। আমরা ভীত নই, দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাব।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. কামরুজ্জামান (মামুন) বলেন, ‘সাংবাদিকদের মূল দায়িত্ব সত্য প্রকাশ করা। অথচ সেই সত্য প্রকাশ করতে গিয়েই তাদের মামলা-হামলার শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের কণ্ঠরোধ করা হলে প্রকৃত সত্য কখনো সামনে আসবে না। আমরা আশা করি আদালত ন্যায়বিচারের মাধ্যমে এ ধরনের হয়রানিমূলক মামলার অবসান ঘটাবেন।’

দলের বিভক্তি এড়াতে বিএনপি চেয়ারপার্সন পদের প্রার্থিতা প্রত্…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নির্বাচনী হলফনামা, বছরে তারেক রহমানের আয় ৬ লাখ ৭৬ হাজার টাক…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২২ মামলায় খালাস ও ১৩টিতে অব্যাহতি, খালেদা জিয়ার নির্বাচনী হ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শ্বশুরবাড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, সিসিটিভির হার্ডডিস্ক নিয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২৩ আসনে নির্বাচন করে সবকটিতেই জয়ী হন বেগম খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫