মানসিক চাপ কমাতে দিনে যত লিটার পানি পান করতেই হবে

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ PM
মানসিক চাপ কমাতে পানি পান

মানসিক চাপ কমাতে পানি পান © সংগৃহীত

শুধু দুশ্চিন্তা নয়, শরীরে পানির ঘাটতি থেকেও বাড়তে পারে মানসিক চাপ। সম্প্রতি অ্যাপ্লায়েড ফিজিওলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, যারা দিনে দেড় লিটারের কম পানি পান করেন, তাদের শরীরে স্ট্রেস হরমোন ‘কর্টিসল’-এর ক্ষরণ প্রায় ৫০ শতাংশ বেড়ে যায়। অন্যদিকে যারা আড়াই থেকে তিন লিটার বা তার বেশি পানি পান করেন, তাদের মানসিক চাপ তুলনামূলকভাবে কম। 

ইংল্যান্ডের লিভারপুল জন মোরিস ইউনিভার্সিটির গবেষকেরা এ সমীক্ষা চালান। তারা জানিয়েছেন, পানি কম খেলে শরীরে পানি ও খনিজ লবণের ভারসাম্য নষ্ট হয়। এতে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে গিয়ে কর্টিসল বেড়ে যায়। ফলে মানসিক চাপ বৃদ্ধি পায়।

পরীক্ষার অংশ হিসেবে একদলকে দিনে দেড় লিটার এবং অন্য দলকে দিনে তিন লিটার পানি পান করানো হয়। মাসখানেক পর দেখা যায়, যারা বেশি পানি পান করেছেন তারা সতেজ ছিলেন এবং মানসিক চাপ কম অনুভব করেছেন। অন্যদিকে কম পানি খাওয়া ব্যক্তিদের মধ্যে উৎকণ্ঠা, দুশ্চিন্তা এমনকি প্যানিক অ্যাটাক পর্যন্ত দেখা গেছে।

গবেষকেরা আরও জানিয়েছেন, কম পানি পান করলে খনিজ লবণগুলির মাত্রাও কমতে থাকে, ফলে মস্তিষ্কের কোষে অক্সিজেন কম পৌঁছায়। এতে স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। 

অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ কারাদণ্ড ও জরিমানা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঐক্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫