টানা ৬ ঘণ্টা সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা 

১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ PM
বিক্ষোভকারী জনতাকে ছত্রভঙ্গ করছেন পুলিশ

বিক্ষোভকারী জনতাকে ছত্রভঙ্গ করছেন পুলিশ © সংগৃহীত

২০ শতাংশ সচিবালয় ভাতা চালুর দাবিতে ৬ ঘণ্টার বেশি সময় ধরে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার পর এবার কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। ইতোমধ্যে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট নিরাপত্তা সরঞ্জাম পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা শুরু করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের তিন নম্বর ফ্লোরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাত আটটার পরও কর্মচারীরা ভবনের নিচে অবস্থান করছেন। কর্মচারীদের দাবি, আগামীকাল তফসিল ঘোষণার আগেই ২০ শতাংশ সচিবালয় ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হোক। এ সময় পুলিশ সদস্যরা বাঁশি বাজিয়ে বিক্ষোভকারী জনতাকে ছত্রভঙ্গ করছেন।

এর আগে বিকেলে অর্থ বিভাগের কর্মরত কর্মকতা-কর্মচারীদের সংগঠন অর্থবিভাগ কর্মচারী কল্যাণ সমিতির এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সচিবালয় কর্মরত-কর্মচারীরা সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টার কার্যালয়ে যান উপদেষ্টা তাদের সঙ্গে আলোচনা করে দুই দিন সময় চান। তবে কর্মচারীরা এ প্রস্তাবে সাড়া দেননি। এখনো কার্যালয়ের সামনে কর্মচারিরা অবস্থান করছেন। 

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫